Skip to main content

Posts

Showing posts from July, 2024

Palindrome

প্যালিনড্রোম (অর্থাৎ সামনে থেকে এবং পিছন থেকে সমান.উভয় দিক থেকে পড়লে একই!)  (ক) বাংলায় প্যালিনড্রোম বাক্য :-   সিমার মাসি   বল খেলব   বই চাইব   ঘুরবে রঘু    নাম লেখালেম না    বিকল্প কবি   তুমি কি মিতু ?   মার কথা থাক রমা   কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী      কাক কাঁদে কাঁক কা   চেনা সে ছেলে বলেছে সে নাচে    তাল বনে নেব লতা    চার সের চা   ঠাকুরদাদার কুঠা   খা সমস্ত রুটি রুস্তম সখা   না না কেনা না।   না বললে লব না   ওর মা আজ আমারও   বিরহে রাধা নয়ন ধারা হেরবি   থাক রবি কবির কথা   মামাতো মামা   কাকা তো কাকা   রবীন দা দানবীর। (খ) বাংলায় প্যালিনড্রোম নাম :-   নিধুরাম রাধুনি   সুবল লাল বসু   রমা কান্ত কামার   সদানন দাস   রায়মণি ময়রা   হারান রাহা     ইলু দলুই   সুবর্ণা বসু   সদাই দাস (গ) বাংলায় প্যালিনড্রোম শব্দ :- মরম, মলম, দরদ, জলজ, বনমানব, নবজীবন, সহিস, কালিকা, সরেস, তফাত, বাহবা, সন্ন্যাস, সন্ত্রাস, নরুন, তখত, কনক, নয়্ন, সরস, নিড়ানি, খামোখা, কালিকা, হুবহু, ইহাই, বলিব।  (ঘ) বাংলাভাষায় সব থেকে বড় প্যালিনড্রোম হল :-   চেনা সে ছেলে বলেছে সে নাচে ! (ঙ) আশ্চর্যের ব্যাপার এই যে খ্রীষ্টধর্ম অনুযায়

Top 10 Most Famous Photographers of All Time

*Top 10 Most Famous Photographers of All Time* If you want to take truly memorable and moving photographs, you can learn something by studying the pictures of famous photographers. Some of the most beloved artists are deceased, but some are still delighting us with their photographs. The list below includes some of the more famous photographers that still impact our lives today. 1. *Ansel Adams* is probably the most easily recognized name of any photographer. His landscapes are stunning; he achieved an unparalleled level of contrast using creative darkroom work. You can improve your own photos by reading Adams’ own thoughts as he grew older, when he wished that he had kept himself strong enough physically to continue his work. 2. *Yousuf Karsh* has taken photographs that tell a story, and that are more easily understood than many others. Each of his portraits tells you all about the subject. He felt as though there was a secret hidden behind each woman and man. Whether he captures a gl

Book Photography Tips

বইছবি সুন্দর করার জন্য কয়েকটি পরামর্শঃ ১। প্রথম তো দিনের আলোতে বইয়ের ছবি তুলুন। গুমোট অন্ধকারে তোলা ছবির লুক ভালো আসে না। রাতে লাইটের আলোতে তোলা ছবির লুকও যথেষ্ট ভালো আসে না। ২। যে বইটার ছবি তুলবেন, শুধুমাত্র ঐ বইটার দিকে ক্যামেরার ফোকাস রাখুন। ডেকোরেশনের জন্য অন্য বই সাথে রাখতে পারেন, কিন্তু ঐসকল বইয়ের নাম যেন দেখা না যায়। ঐসকল বইয়ের পেছনের মলাট খোলা রেখে ছবি তুলুন। একটা বই উল্টো করে অন্য বইটা ঢেকে দিন। ৩। বইয়ের বেকগ্রাউন্ডে পুরোপুরি সাদা বা এক কালারের রঙিন কাপড় বিছিয়ে ছবি তুলুন। ছবির সৌন্দর্য অনেকগুণ বাড়বে। ৪। পারতপক্ষে বইয়ের সাথে দু-একটি বুকমার্ক রাখুন। ছবি মানানসই দেখাবে। ৫। সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন:  চায়ের কাপ, মগ, কালার পেপার, ফুল, রঙিন পাতা, ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র সাথে রেখে ডেকোরেশন করে এরপর বইয়ের ছবি তুলুন। আগের চেয়ে বেটার আসবে ছবি। ৬। ছবি তোলার আগে উপকরণগুলো বিভিন্ন পজিশনে সাজিয়ে নিন। কোনো উপকরণ দুটোর বেশি রাখবেন না। হিজিবিজি দেখাবে। আবার অনেকগুলো উপকরণ সাথে রেখে ছবি তুলতে যাবেন না। বেমানান লাগবে। ৭। বইয়ের বিষয়বস্তুর সাথে খাপ খায় এমন শব্দ, বাক্য সাদা বা